| |
               

মূল পাতা ইসলাম ৭ম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


৭ম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


জামিল আহমদ     30 March, 2023     03:39 PM    


জেনে রাখা ভালো-
‘রোযা’ একটি ফারসি শব্দ যার আরবি প্রতিশব্দ হলো ‘সাউম’ বা ‘সাওম’, এর অর্থ হলো সংযম। রোজা পালন বা সিয়াম হলো ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির একটি।

করবো-
পিতা-মাতার সাথে সদাচরণ

ছাড়বো-
এতিমের সম্পদ আত্মসাৎ করা

মাসআলা-
যদি পান খাওয়ার পরে খুব ভালোভাবে কুলি করার পরও রোজা অবস্থায় থুথুর সঙ্গে লাল রং বের হয়, তাহলে কোনো সমস্যা নেই। ফতোয়ায়ে হিন্দিয়া : ১/২০৩

ভুল ধারণা-
 দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। অনেক মানুষ মনে করেন পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। ব্যাপারটা তা নয়।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ৭ম পারা তেলাওয়াত।
(প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)

সুসংবাদ-
‘রমযান মাসের শুভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমুহ উন্মুক্ত করে দেওয়া হয়  এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শৃংখলাবদ্ধ করা  হয়।’ -সহীহ বুখারী, হাদীস ১৮৯৯; সহীহ মুসলিম, হাদীস ১০৭৯/১

উপকারিতা-
রমযানে রোযা রাখার কারণে পাকস্থলী ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে যায়। ফলে অতিরিক্ত ওজন বাড়ার ঝুঁকি থাকবে না। 

ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।